1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রী মা-মেয়ের

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘুন্টিঘর এলাকায় সোনাহাট স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুন্নী আক্তার (২২) ও স্ত্রী মোমেনা বেগম (৪৫)।

জানা গেছে, বুধবার দুপুরে মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলী তার মেয়ে মুন্নি আক্তারকে সঙ্গে নিয়ে অসুস্থ স্ত্রী মোমেনা বেগমের চিকিৎসার জন্য অটোরিকশা যোগে ভূরুঙ্গামারী হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মুন্নী আক্তারের মৃত্যু ঘটে। এ সময় আহত মেনোনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় এলাকাবাসীরা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। রাস্তায় ইট দিয়ে ঘিরে ধান শুকানোর কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা।

ভূরুঙ্গামারী থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com