আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় দুটি রাজ্যে সংযোগকারী একটি সেতু ধসে তিন জন নিহত ও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।
ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি রবিবার বিকেলে ঘটেছে। মারানহাও এবং টোকান্টিনস প্রদেশের সংযোগকারী ‘জুসেলিনো কুবিটশেক দে অলিভেরা’ সেতু দিয়ে রবিবার বিকেলে কয়েকটি গাড়ি পার হওয়ার সময় হঠাৎ সেতুটির একাংশ টোকান্টিনস নদীতে ভেঙে পড়ে। সেতুটি ভেঙে পড়ার সময় তিনটি ট্রাক, বেশ কয়েকটি মোটরসাইকেল এবং অন্তত দুটি গাড়ি ছিল। সেতুটি টোকান্টিনস নদীর যে অংশে ভেঙে পড়ে, সেখানে পানির গভীরতা ৫০ মিটার।
কর্তৃপক্ষ ২৫ বছর বয়সী একজন নারী এবং ৪২ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে তৃতীয় ভুক্তভোগীর পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজ ১৫ জনের সন্ধানে অভিযান চলছে।