হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইমন হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বীরগুছিনা গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে গরু আনতে গিয়ে নিখোঁজ হয় শিশু ইমন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। পরে আজ বুধবার সকালে ধানক্ষেত থেকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এদিকে বিদ্যুৎ বিভাগের চরম অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, ঝড়ের পর অনেক সময় খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে। পরবর্তীতে সময়মতো মেরামত না করে সংযোগ চালু করায় এমন দুর্ঘটনা ঘটে চলছে।
এ বিষয়ে হালুয়াঘাট বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী বিল্লাল হোসেন জানান, ঝড়ে বিদ্যুতের তার পড়ে গেলে আমাদের খবর দিতে হবে। তাছাড়া লোকবল কম থাকায় আমরা সঠিকভাবে সেবা দিতে পারছি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, হালুয়াঘাটের অনেক জায়গায় বিদ্যুতের মূল তার ও খুঁটি ঝুলে পড়েছে এবং প্রায়শই বিকট শব্দে স্পার্কিং করে আগুন ধরছে। জান ও মালের ক্ষতি হচ্ছে। আমি অতিসত্বর এ বিষয়ে বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।
উল্লেখ্য, গত সোমবার হালুয়াঘাট পৌর এলাকার দক্ষিণ মনিকুড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়।
– মুহাম্মদ মাসুদ রানা