শ্রীবরদী (শেরপুর) : আওয়ামী লীগ না থাকায় আজ সাধারণ মানুষ উন্মুক্তভাবে খেলাধূলাসহ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে। আওয়ামী লীগ সরকার বিগত সময়ে সাধারণ মানুষকে হয়রানি নির্যাতন করে খেলাধূলা পর্যন্ত বন্ধ করে রেখেছিল। দুনর্ীতির মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।
আলহাজ্ব খন্দকার মাহফুজল হক স্মৃতি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠানে শেরপুর জেলার বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে এসেছে, ক্ষমতায় এলে শ্রীবরদী-ঝিনাইগাতীর উন্নয়নে শেরপুর জেলা বাংলাদেশের মধ্যে নতুন করে পরিচয় লাভ করবে।
বালুচর যুব সমাজের উদ্যোগে ০২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে বালুচর মাদ্রাসা মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খেলায় রাণীশিমুল একাদশ বনাম ভায়াডাঙ্গা একাদশ অংশগ্রহণ করে ট্রাইব্রেকারে ০২-০৪ গোলে রাণীশিমুল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলাটি বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় লক্ষাধিক মানুষ উপভোগ করে।