সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বুধবার (১ জানুয়ারি) দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হামিদ, যুগ্ন আহবায়ক মোতালেব সরকার, যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহবায়ক শাকিল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, সদস্য সচিব বায়জিদ আলামিন, জেলা ছাত্রদলের সদস্য ইমরান হোসেন , পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াদুল হক, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সৌরভ, যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এতে উদ্বোধক ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন।