1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : এমনিতেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন। এখনো এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। এরই মধ্যে নতুন বিপদ দেখা দিয়েছে ইউক্রেনে। দেশটিতে ওষুধ-প্রতিরোধী বিপজ্জনক ব্যাকটেরিয়ার (এএমআর) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, যা দেশটির চিকিৎসা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।

ফিওফানিয়া হাসপাতালের ডেপুটি চিফ ফিজিশিয়ান ড. আন্দ্রি স্ট্রোকানের মতে, হাসপাতালে ভর্তি হওয়া ৮০ শতাংশ রোগীর সংক্রমণই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। যুদ্ধে আহতদের চিকিৎসা করার সময় এসব সংক্রমণ মারাত্মক আকার ধারণ করছে।

যুদ্ধের কারণে রোগীদের একাধিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করতে হয়। প্রতিটি কেন্দ্রে আলাদা এএমআর স্ট্রেনের উপস্থিতি থাকায় রোগীরা অধিকতর সংক্রমণের ঝুঁকিতে পড়েন। এদিকে যুদ্ধের কারণে আহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

ডনিপ্রোতে মেকনিকভ হাসপাতালের আইসিইউ প্রধান ড. ভলোদিমির ডুবিনা জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের পর থেকে তার ইউনিটে শয্যার সংখ্যা ১৬ থেকে বেড়ে ৫০-এ উন্নীত হয়েছে। তবে চিকিৎসক ও নার্সের ঘাটতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হয়ে পড়েছে।

সবচেয়ে বড় যে সমস্যা হলো— চিকিৎসকরা নিজেদের রিজার্ভ থেকে এই ব্যাকটেরিয়া প্রতিরোধী নতুন ওষুধ দেয় কিন্তু অতি দ্রুত ব্যাকটেরিয়াগুলো ওই নতুন ওষুধের সাথে খাপ খাইয়ে নিয়ে সেই অ্যান্টিবায়োটিকগুলোকেও অকার্যকর করে তোলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com