1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাহনাজ খুশি, লেগেছে ১০টি সেলাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ শাহনাজ খুশি। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এই অভিনেত্রী। তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন গুরুত্ব আহত হন অভিনেত্রী। তাকে হাসপাতালে নেয়া হলে দেয়া হয় ১০টি সেলাই।

সে খবর জানাতে চোখের উপর ব্যান্ডেজসহ একটি ছবি শেয়ার করে শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন লিখেছেন, বেশী না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন? চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মত শেষ অবস্থা। সেটাই তো অনেক বেশি পাওয়া। এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০ টা সেলাই লেগেছে।
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন গুরুত্ব আহত হন অভিনেত্রী। তাকে হাসপাতালে নেয়া হলে দেয়া হয়েছে ১০টি সেলাই। ছবি: অভিনেত্রীর ফেসবুক

ক্ষুব্ধ খুশি জানান, ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এমন দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বলেন, ব্যাটারিচালিত অসভ্য/ বর্বর যানবাহনটি থেকে সর্বদা সতর্ক থাকবেন। যদিও আমি গলির ভেতরের রাস্তায়, অতি সতর্কতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে। ওরা মেধাবী যান চালক, কারো তোয়াক্কা করে না।

অটোরিকশার ধাক্কায় আহত অভিনেত্রী নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে লিখেন, আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোন বোধশক্তি নাই। জানি না স্বাভাবিক চেহারায় ফিরবো কিনা, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলবো না। সবার জীবন সংকটহীন, মঙ্গলময় হোক।

শাহনাজ খুশির ফেসবুক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

শাহনাজ খুশির ফেসবুক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

সবাইকে সতর্ক করে অভিনেত্রী লিখেছেন, আমি যে প্রাণে বেঁচে আছি, এ জন্য দারুণ নিরাপদ রাষ্ট্রের কাছে আমরা স্বপরিবারে শুকরিয়া আদায় করছি! কিচ্ছু চাই না, শুধু যে মায়েরা/ বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন, অথবা নানান প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com