স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেই শ্রীলঙ্কান এক ক্রিকেটার নিষিদ্ধ মাদক নিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। তাকে দুই সপ্তাহের রিমান্ডে পাঠানো হয়েছে। এবার দ্বীপরাষ্ট্রের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।
এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওই তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সেই তিন ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি। তবে তিনজনই সাবেক ক্রিকেটার বলে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথাও বলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপেরুমা। তিনি বলেন, ‘কমপক্ষে তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আইসিসি। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।প্রত্যেকের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।’
কোন ম্যাচগুলোর জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে সংবাদসংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আছে।
লক ডাউন শিথিল হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট দল নেমেছে অনুশীলনে। সামনে তাদের ব্যস্ত সূচি। অথচ দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটছে।