বান্দরবান : যশোর জেলার কেশবপুরে খ্রিস্টান হোস্টেলে নবম শ্রেণির শিক্ষার্থী রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং সারাদেশে নারী নিপীড়ন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে শহরে জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খ্রিস্টান ধর্মীয় যাজক ও মিশনের পরিচালক খ্রিস্টফার সরকার এবং হোস্টেলের ম্যানেজার প্রদীপ সরকার এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দুজনকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিও জানান। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রাজেরুং ত্রিপুরার বাবা রমেশ ত্রিপুরা বলেন, ঘটনার পর হোস্টেলের গেট বন্ধ করে দেওয়া হয় এবং অভিভাবকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে স্থানীয় ছাত্রজনতার সহায়তায় হোস্টেলে থাকা রাজেরুংয়ের তিন সহপাঠীকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লাব্রে ত্রিপুরা। এ সময় বিজয় ত্রিপুরা, জেসিকা ত্রিপুরা, জন ত্রিপুরা এবং নিহত রাজেরুং ত্রিপুরার বাবা রমেশ ত্রিপুরা বক্তব্য দেন।
উল্লেখ্য, চলতি মাসে ১৪ মার্চ কেশবপুর থানা পুলিশ অনন্ত সড়ক সাহাপাড়া আউট রিচ গার্লস হোস্টেল থেকে ১৫ বছর বয়সী রাজেরুং ত্রিপুরার মরদেহ উদ্ধার করে। নিহত রাজেরুং থানচি উপজেলার কালু পাড়ার বাসিন্দা এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।