1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্ররোচনার মামলায় স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সেলিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) ভোরে উপজেলার মুন্সিপাড়ায় এই ঘটনা ঘটে।

গৃহবধূর পরিবারের অভিযোগ, সেলিনাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী স্বপন মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে স্বপন মিয়ার সাথে ইজারাপাড়ার জমশেদ আলীর মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। ওই সময় দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু স্বপন মিয়া বেকার এবং নেশাগ্রস্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকতো।
বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে সেহরি খাওয়ার সময় শ্বশুরবাড়ির লোকজন সেলিনা ঘরের ধরনার সাথে ঝুলে আছেন বলে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।

সেলিনা আক্তারের বাবা জমশেদ আলী জানান, তার মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শ্রীবরদী থানায় মামলা রেকর্ড করা হয়। এবং জড়িত থাকার অভিযোগে স্বামী স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পেলে মামলাটি হত্যা মামলায় রূপ নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com