ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ওপর হামলায় এসআই ও এএসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের পর জড়িত থাকার অভিযোগে সাজেদুল নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাজেদুল ঝিনাইগাতি সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শনিবার (৫ এপ্রিল) হামলার পর রোববার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী এবং স্থানীয় ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসে। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় আসাদ আলী ও আনন্দ’র নেতৃত্বে পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়। হামলাায় এসআই হারুন অর রশীদ, এএসআই মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, এসআই হারুন অর রশিদ বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও জুয়া আইনে ঝিনাইগাতী থানায় দুটি মামলা করেন। পুলিশ অ্যাসল্ট মামলায় ১৩ জনকে ও জুয়া আইনের মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। উভয় মামলায় গ্রেফতারকৃত সাজেদুল, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী এবং স্থানীয় ছাত্রদল নেতা আনন্দসহ জড়িত অন্যদের আসামি করা হয়েছে।