1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

বাহরাইনকে ৭ গোলে হারাল বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জুন, ২০২৫

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াংগুনে উড়ন্ত সূচনা হয়েছে বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। আর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল দেয় তারা।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়। বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে মূলত আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে।

বাংলাদেশের র‍্যাংকিং ১২৮, সেখানে বাহরাইনের ৯২। ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে অসহায় আত্নসমর্পণ করেছে। বাহরাইন তেমন আক্রমণই করতে পারেনি। বল পজিশন, আক্রমণ সব কিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল।

ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। বাংলাদেশ ডাগ আউটে উল্লাস হয়।

পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইনের লিড পায়।

এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন। অফসাইডে গোল হিসেবে গণ্য হয়নি। ৪২ মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরোয়ার্ড। তাতে ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো দুই গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন। বাকি সময় বাংলাদেশ আরো গোলের চেষ্টা করলেও স্কোরলাইন আর বাড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com