বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে এ অভিনেত্রীর। তারপর থেকেই আলোচিত মাহি।
নতুন বছরের প্রথম প্রহরে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানান দেন সত্যিকারের ভালোবাসা আসেনি কখনও। তিনি লিখেন-১৯৯৩-২০১৯ পর্যন্ত আমার প্রথম সম্পর্ক, আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা/ সত্যিকারের ভালোবাসা আসেনি।’
নতুন বছরের পরিকল্পনা নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘আমি চলচ্চিত্রে কাজ করছি, তাই ২০২০ সালেও সিনেমা নিয়ে থাকতে চাই। একটা হোক আর দশটা হোক, যতগুলো সিনেমায় কাজ করি না কেন সবগুলো সিনেমাই যেন দর্শকদের কাছে যেন উল্লেখ্যযোগ্য একটা সিনেমা হয়।’
ভালোবাসার রঙ’সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা-দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন মাহি। এ ছাড়া যৌথ প্রযোজনার সিনেমায় তিনি অভিনয় করে ওপার বাংলাতেও পরিচিতি পেয়েছেন।