
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি নামাজ। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ৮২ বার নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। এই নামাজ আদায় করতে গিয়ে অনেক মুসল্লিরই সাহু সিজদার প্রয়োজন হয়।
সাহু সিজদা হচ্ছে কোনো কারণে নামাজে ত্রুটি হলে নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সিজদা করা। সাহু সিজদার পর ফের তাশাহুদ, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডান ও বাম পাশে সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করতে হয়। সাহু সিজদার মাধ্যমে নামাজে হওয়া ভুলগুলোর প্রতিবিধান হয় ও বিশুদ্ধ হয়।
নামাজে যেসব ক্ষেত্রে ভুল হলে সাহু সিজদা করতে হয়, তা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে। মূলত মৌলিকভাবে ৫ ধরনের ভুল হলে সাহু সিজদা করতে হয়। এবার তাহলে সেসব ভুলগুলো জেনে নেয়া যাক-
নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সিজদার প্রয়োজন হয়। যেমন- নামাজে দুই রাকাতের পর বসে তাশাহুদ পড়া ওয়াজিব। এ সময় কেউ যদি ভুল করে দুই রাকাতের পর না বসে, এ ক্ষেত্রে সাহু সিজদার প্রয়োজন।
কোনো ফরজ যদি দুইবার আদায় হয়ে যায়, তাহলে সাহু সিজদা দিতে হয়। যেমন- নামাজে প্রতি রুকুতে একবার রুকু ও দুইবার সিজদা দিতে হয়। এখানে কেউ যদি ভুল করে দুইবার রুকু করে কিংবা তিনবার সিজদা করে, তাহলে সাহু সিজদা দিতে হয়।
নামাজে কোনো ওয়াজিব পরিবর্তন করলে সাহু সিজদা দিতে হবে। যেমন- জোহর ও আসরের নামাজে আস্তে কেরাত পড়া ওয়াজিব। এ ক্ষেত্রে কেউ যদি এই দুই ওয়াক্তের নামাজে কেরাত জোরে পড়ে, তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে।
কোনো ফরজ বা ওয়াজিব আদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় লাগলে সাহু সিজদা দিতে হবে। যেমন- নামাজে তৃতীয় রাকাতের সিজদার পর কিয়াম করা বা দাঁড়ানো ওয়াজিব। এ সময় কেউ তৃতীয় রাকাতের সিজদার পর বসে পড়লে এবং তিন তাসবিহ পড়তে যতটা সময় লাগে, তার থেকে বেশি সময় বসে থাকলে কিয়াম করতে দেরি হওয়ার কারণে সাহু সিজদা দিতে হবে।
নামাজ আদায়ের পর এসব ভুল হলে নামাজি যদি সাহু সিজদা দেন, এর ফলে এসব ভুলগুলোর প্রতিবিধান হয় ও নামাজ বিশুদ্ধ হয়। সাহু সিজদা না দিলে ত্রুটিযুক্ত নামাজ ফের পড়া ওয়াজিব।
এছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজের কোনো ওয়াজিব আমল ছেড়ে দিলে কিংবা এসব ত্রুটি করলে সাহু সিজদা আদায়ের মাধ্যমে নামাজ শুদ্ধ হবে না। এ জন্য তাকে গুনাহগার হতে হবে এবং সেই নামাজ ফের আদায় করা তার জন্য ওয়াজিব হবে।