1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

নোংরা পলিটিক্সের কারণে চলচ্চিত্র ধ্বংসপ্রায় : পপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ‘কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে চলচ্চিত্র আজ ধ্বংসপ্রায়। যে কারণে অনেক সিনেমা চলছে না। প্রেক্ষাগৃহের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। নিজেদের মধ্যে গণ্ডগোল না করে চলচ্চিত্র শিল্প কীভাবে বাঁচবে সেদিকে সবার খেয়াল রাখা উচিৎ।

কয়েকদিন আগে ফিল্ম ক্লাবের নির্বাচন হলো। নির্বাচনে ৩৯০ ভোটের মধ্যে ৩৫০ ভোট আমি পেয়েছি। এজন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন বছরে সদস্যদের দেয়া ভোটের মর্যাদা রাখার চেষ্টা করব। চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবতে হবে। আমি সেভাবেই ভাবতে চাই। এছাড়া ভালো গল্পের সিনেমায় আরো কাজ করতে চাই।

নতুন বছরের প্রত্যাশা জানিয়ে চিত্রনায়িকা পপি এমন মন্তব্য করেন।

পপি আরো বলেন, ‘ভালো ভালো কাজের কথা হচ্ছে। আমি ক্যারিয়ারে কখনও কম টাকার কাজ ও নিম্ন মানের কাজ করিনি। এখনও এটা ধরে রেখেছি।’

চিত্রনায়িকা পপি ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত বহু সিনেমা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সমালোচকদেরও প্রসংশা কুড়িয়েছেন এই শিল্পী। স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com