শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে মারা গেছে রাব্বী নামে চার বছর বয়সী এক শিশু। সোমবার (২০ জুলাই) সকালে শহরের তাতিহাতি এলাকায় এ ঘটনা ঘটে। রাব্বী ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে রাব্বী বাড়ির লোকদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে একপর্যায়ে ডোবায় রাব্বীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় রাব্বীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।