কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সামান্য ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো: সাইদুর রহমান নামের এক বাক প্রতিবন্ধীকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে।
প্রতিবেশী ফোরকান গাজী তাকে লাঠি দিয়ে বেধরক পিটায়। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় বাক প্রতিবন্ধী স্ত্রী মোসা: হামিদা বেগম বাদি হয়ে মো: ফোরকান গাজীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২/৩ জনে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আভিযোগ সূত্রে জানা গেছে, ফোরকান গাজীর বাড়ির সীমানায় গাছের ডাল পালা ঘরে টিনের চালে উপর পরে টিন নষ্ট হয়ে যায়। ঘটনার দিন অভিযুক্ত ফোরকান গাজীকে ডাল পালা কাটতে বলে হামিদা বেগম। এতে সে ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায় লাঠি দিয়ে পিটাতে থাকে। স্থানীয়দের সহযোগীতায় তার স্বামীকে ঘটনাস্থাল থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
– রাসেল কবির মুরাদ