বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ও বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। গানের মাধ্যমে শোবিজ অঙ্গনে তার পথচলা শুরু। তবে কর্ম জীবন শুরু করেন ভিডিও জকি হিসেবে। অভিনয়ের হাতেখড়ি মঞ্চনাটকের মাধ্যমে। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে।
চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তারা সুতারিয়ার। মুক্তির পর দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন এই অভিনেত্রী। এরপর রোমান্টিক-থ্রিলার ঘরানার ‘মারজাভান’ সিনেমায় অভিনয় করেন তিনি। অল্প দিনের ক্যারিয়ারে আলোচনায় উঠে আসেন তারা। আবার ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েও আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সব মিলিয়ে বলিউডের আকাশে ঝলমলে তারা হয়ে জ্বলছেন তারা সুতারিয়া।
ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন তারা সুতারিয়া। বেড়েও উঠেছেন এই শহরে
পিয়া নামে তারার এক জমজ বোন আছে
মুম্বাইয়ের ‘সেন্ট অ্যান্ড্রুজ কলেজ অব আর্টস, সাইন্স অ্যান্ড কমার্স’ থেকে গণমাধ্যম বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তারা
যুক্তরাজ্যের রয়েল একাডেমি অব ড্যান্স থেকে ক্ল্যাসিক্যাল, আধুনিক ও ল্যাটিন আমেরিকান নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন তিনি
সাত বছর বয়েসে পেশাদার গায়িকা হিসেবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন তারা