1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

‘একজন অভিনেত্রী হিসেবে আনন্দ পেয়েছি’

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ তারিন জাহান। অভিনয় ক্যারিয়ারের তিন দশক পার করেছেন তিনি। এখনো অভিনয়ে সরব এই অভিনেত্রী।

বর্তমানে ঈদুল আজহার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু আজকের দিনটি পরিবারের সঙ্গেই পার করছেন। কারণ আজ (২৬ জুলাই) তারিনের ৪৪তম জন্মদিন।

ঈদুল আজহায় তারিন অভিনীত হাফ ডজনের বেশি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। ইমদাদুল হক মিলন পরিচালিত ‘সেদিন বৃষ্টি এসেছিল’, এসএ হক অলিক পরিচালিত ‘কথা শুনতে হবে’, ওয়াহিদ পলাশ পরিচালিত ‘একটি রাত’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘মেঘলা মনের মেয়ে’, গোলাম সোহরাব দোদুলের ‘বনভোজন’।

এছাড়া হানিফ সংকেত পরিচালিত ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন তারিন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাছাড়া গোলাম সোহরাব দোদুল নির্মিত কাহিনিচিত্র ‘রানা’-এ অভিনয় করেছেন তারিন।

তারিন জাহান বলেন—প্রত্যেকটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। এসব নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক ও চ্যানেলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ তারা বস্তুনিষ্ঠ গল্প নিয়ে কাজ করেছেন। ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে একজন অভিনেত্রী হিসেবে আনন্দ পেয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com