আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার একটি সামরিক স্কুলে বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জাতীয় জোট সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি বলেছেন, ‘ত্রিপোলির সামরিক স্কুলে বিমান হামলায় ২৮ ক্যাডেট নিহত হয়েছে।
তিনি জানান, হামলার সময় ক্যাডেটরা মাঠে প্যারেড শেষে তাদের ডরমেটরিতে যাওয়ার জন্য জড়ো হচ্ছিল।
ত্রিপোলির আল-হাবদা আল খাদরা আবাসিক এলাকায় সামরিক স্কুলটি অবস্থিত।
গত এপ্রিল থেকে ত্রিপোলির দক্ষিণে জোট সরকারের বিরুদ্ধে খলিফা হাফতারের বাহিনী তীব্র হামলা শুরু করেছে।
প্রসঙ্গত, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের হাতে নিহত হয় লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। এরপর থেকেই দেশটির ক্ষমতার ভাগ নিয়ে একাধিক গ্রুপের মধ্যে লড়াই চলছে।