বিনোদন প্রতিনিধি : সম্প্রতি সিলেটের মাধবকুণ্ড ও শ্রীমঙ্গল এর চায় বাগানের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হল কন্ঠ শিল্পী মুহন ও মিতা মল্লিক এর ‘তোর মন জমিনে’ গানের মিউজিক ভিডিও। শীঘ্রই Dream Music HD নামের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে।
এইসময়ের জনপ্রিয় নির্মাতা আসাদুজ্জামান আজাদের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে জুটি বাঁধেন তরুণ মডেল মিষ্টি তানিয়া ও শুভ।
পরিচালক আজাদ বলেন, প্রকৃতির সুন্দর লীলাভূমি সিলেট বিভাগের অসাধারণ কিছু লোকেশনে গানটির শুটিং সম্পূর্ণ করেছি, সবসময়ই ভালো কাজ উপহার দিতে চাই দর্শকদের এবারও চেষ্টার কোন কমতি করিনি, বাকিটা দর্শকরা দেখে বলতে পারবেন কতটা ভালো করতে পারলাম।
মডেল তানিয়া বলেন, নির্মাতা আজাদ ও হিরো শুভ দুজনের সাথেই এটি আমার প্রথম কাজ। নিজের দিক থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো কাজ করার তার থেকে বেশি সহযোগিতা পেয়েছি নির্মাতা আজাদ ভাইয়ের। সবকিছু মিলিয়ে বেশ ভালো মত সম্পূর্ণ হয়েছে আমার এই মিউজিক ভিডিও এর কাজ, আশা করছি উপভোগ করার মত একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো।
– মারুফ সরকার