নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম বার ও তার পরিবারের রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ীর গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা এবং শহর শাখার আয়োজনে প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব কনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকার। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) জোবায়ের আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা, সহ-সভাপতি গণেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সত্য সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ শহর শাখার সভাপতি পবন সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু, গোপাল জিউর মন্দিরের যুগ্ম-সম্পাদক দীনবন্ধু ঘোষ, দুলাল সাহা, নূপুর সাহা, অনিল সাহা, রামকৃষ্ণ সাহা, নির্মল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।