বান্দরবান : বান্দরবান পূরবী বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৭ আগস্ট) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা, ১ বস্তা চাল এবং চেম্বার অব কমার্স, বান্দরবান জেলার পক্ষ থেকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। বান্দরবান পৌরসভার আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদের সহযোগিতায় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাশসহ আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২টি দোকান মালিকদের মাঝে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার চেক ও ২২ বস্তা চাউল বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট বান্দরবান বাজার পূরবী বার্মিজ মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে আগুন লেগে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
– এন.এ জাকির