নিজস্ব প্রতিবেদক: প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি চালান নিয়ে পালিয়ে যাবার পথে সুনামগঞ্জে আড়াই লক্ষাধিক শলাকা বিড়িসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো- সিলেটের ওসমানীনগর থানার সিকন্দরপুর গ্রামের মতিনের ছেলে ইমন মিয়া ও পার্শ্ববর্তী বালাগঞ্জ থানার ইলাশপুর গ্রামের মৃত আজাদের ছেলে ফজলুর রহমান।
জেলার জগন্নাথপুর থানা পুলিশ বৃহস্পতিবার আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান, প্রাইভেটকার জব্দ ও চোরাকারবারীদের আটক করেন।
জানা গেছে, সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ থানামুখী বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি ও চোরাই মালামাল নিয়ে প্রাইভেটকারযোগে যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জগন্নাথপুর থানার একটি চৌকস টিম ধাওয়া করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি থানার নতুন ভবনের সামনে অপর একটি সিএনজি চালিত অটোরিকশারসাথে ধাক্কা লেগে আর সামনে এগুতে পারেনি। পরবর্তীতে প্রাইভেটকারের ভেতর হতে তল্লাশী চালিয়ে ভারতীয় বিড়ির চালানসহ দুই চোরাকাবারীকে আটক করা হয়।
শুক্রবার জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।