আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনাদের বের করে দিতে পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার পর ইরাকের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে রাজধানী ওয়াশিংটন ডিসি যাওয়ার পথে প্রেসিডেন্টকে বহনকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুমকি দেন।
ট্রাম্প বলেছেন, ইরাক যদি অবন্ধুত্ত্বসূলভ আচরণের মাধ্যমে মার্কিন সেনাদের বের হয়ে যেতে বলে তাহলে ‘আমরা তাদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করব যা আগে কখনোই তারা দেখেনি। এর কাছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোও নিরীহ মনে হবে’।
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে বর্তমানে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে। এর পরিপ্রেক্ষিতে বাগদাদের ক্ষমতাসীন শিয়া গোষ্ঠীর এমপিরা বিদেশি তথা মার্কিন সেনাদের ইরাকে অবস্থানের ইতি টানতে একটি প্রস্তাব পাশ করে।
ওই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের অত্যন্ত ব্যয়বহুল একটি বিমান ঘাঁটি আছে, যেটি নির্মাণ করতে শত শত কোটি ডলার ব্যয় হয়েছে। এর মূল্য পরিশোধ না করা পর্যন্ত আমরা সেখান থেকে সরছি না’।