বান্দরবান : বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অর্থায়নে ৯ কোটি টাকার দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত থেকে উন্নয়ন কাজ দুটির উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো- সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ৫ কোটি টাকা ব্যয়ে সুয়ালক-সুলতানপুর সড়কের উদ্বোধন ও ৩ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে রেইচা বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন।
পরে মন্ত্রী সুয়ালক ইউনিয়ন পরিষদের ৪৩ জন গরীব ও অসহায় পরিবারের হাতে সোলার হোম সিস্টেম তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় বিদ্যুৎহীন এলাকার জনসাধারণের সুবিধার্থে প্রায় ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার ৫শ পরিবারের মধ্যে সোলার বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। পার্বত্য এলাকার দুর্গম এলাকায় দ্রুত এ প্রকল্পের কাজ শুরু করা হবে এবং প্রকল্পের কাজ সম্পন্ন হলে পার্বত্য দুর্গম এলাকাগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় চলে আসবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশল মো.আবু সাদত জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর,সাবেক সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলকাবাসী।
– এন এ জাকির