নালিতাবাড়ী (শেরপুর) : এখনও প্রায় বছরখানেক বাকী আছে বর্তমান মেয়াদে ইউনিয়ন পরিষদে থাকা জনপ্রতিনিধিদের। কিন্তু বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। ইউপি চেয়ারম্যান থেকে সদস্য, সব পদের প্রার্থীরাই নানা কৌশলে তাদের প্রার্থীতার জানান দিতে শুরু করেছেন। বিশেষ করে, চেয়ারম্যান পদে যারা দলীয় মনোনয়ন দৌড়ে অংশ নিতে চাচ্ছেন তারা রয়েছেন লবিং-গ্রুপিং আর প্রচারে ব্যস্ত। যদিও পৌর নির্বাচনকে সামনে রেখে দলের নীতি নির্ধারকদের সে বিষয়ে ভেবে দেখার খুব একটা অবকাশ নেই বর্তমানে। তথাপিও থেমে নেই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা।
উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- গেল নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক হাজী আজাদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোতা মিয়া ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নালিতাবাড়ী’র চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী রয়েছেন গেল নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাকারী ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক। এছাড়া আর কোন প্রার্থীকে বর্তমানে মাঠে লক্ষ্য করা যাচ্ছে না। যদিও নির্বাচন ঘনিয়ে এলে আরও প্রার্থী উঁকি-ঝুঁকি দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমানে এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান হাজী আজাদ মিয়া। গেল নির্বাচনে তার দলীয় কোন পদ-পদবী না থাকা বা সরাসরি দলের কেউ না হওয়ায় তার বেগ পেতে হয়েছে। তবে বর্তমানে দলে তার গুরুত্বপূর্ণ পদ থাকা, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করা এমনকি দলীয় হাইকমান্ড পর্যন্ত বর্তমানে তার যোগাযোগ থাকায় নৌকা প্রতীক তার অনেকটাই সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এছাড়াও সীমান্তবর্তী ইউনিয়ন পোড়াগাঁওয়ে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী বসবাস করায় আদিবাসী নেতা লুইস নেংমিনজা রয়েছেন বেশ আলোচনায়। দলীয় প্রতীক না পেলে নির্বচানে তার অংশ নেওয়ার কোন ইঙ্গিত না থাকলেও রাজনৈতিক নানা প্রেক্ষাপটে শেষ পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদটি চলে যেতে পারে তার অনুকূলে- এমন কথাও উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে অপর দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণে রয়েছে শঙ্কা।
তবে সুবিধায় রয়েছেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক। এলাকায় বেশ জনপ্রিয়তা, প্রভাব ও একক প্রার্থীতার ফলে আগামী নির্বাচনে মূলত তিনিই হবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বি। এক্ষেত্রে আওয়ামী লীগকে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মনোনয়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় বিএনপি প্রার্থী ফারুকের কাছে পরাজিত হওয়ার শঙ্কা রয়েছে যথেষ্ট।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ২২ মার্চ সবশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০২১ সালের ১২ জুলাই।