সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরে বকশীগঞ্জে বিএনপি’র চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ও পৌর ওলামা দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর।
উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব তানজিন আহমেদ সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমতউল্লাহ, জেলা ছাত্রদলের সদস্য ইমরান সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নাসির উদ্দিন।
এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।