শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলার সাইলামপুরে নিখোঁজের তিনদিন পর কহিনূর বেগম (৫০) নামে এক গৃহবধূর অর্ধগলিত উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। কহিনূর বেগম ওই এলাকার দুলু মিয়ার স্ত্রী।
সূত্র জানায়, গত রোববার সকালে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন কহিনূর বেগম। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয় একটি পুকুরে পানার নিচ থেকে কহিনূরের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে খবর পেয়ে নকলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে গৃহবধূর লাশ খোঁজ হওয়ার পর থেকে স্বামী দুলু মিয়া পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার দুই ছেলে সোহান ও সুজনকে আটক করা হয়েছে।