মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী বাজারে পলিথিনবিরোধী অভিযান চালিয়ে ফরিদ স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর শেরপুরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, দুপুরে পরিবেশ অধিদপ্তর শেরপুরের উদ্যোগে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে ঝিনাইগাতি বাজারে পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে ফরিদ স্টোরে ১০৪ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। এসময় পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক রাসেল নোমান, পরিদর্শক নয়ন কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।