1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু মাল্টার নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হন তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যা শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’ এক ট্রলারেই এলো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৮ জন কারাগারে ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

চার্জার ভ্যান পেলেন মা হারা তিন সন্তানের অসহায় পিতা সেকান্দর

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ প্রতিবেদক : ছোট তিন সন্তান রেখে প্রায় চার বছর আগে স্ত্রী মারা গেছেন ক্যান্সারে। ফলে হতদরিদ্র সেকান্দরের লাউ, মিষ্টি লাউ আর চাল কুমড়ো বিক্রির ভ্যান গাড়িটিই এখন তার ও সন্তানদের আশ্রয়ের প্রধান জায়গা। সারাদিন তিন সন্তানকে ভাঙা ভ্যানে বসিয়ে পায়ে প্যাডেল ঘুরিয়ে গ্রাম-গঞ্জ, হাট-বাজার ছুটে চলেন অবিরাম। ক্লান্তি এলে সন্তানেরা ভ্যানেই ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ি থেকে নিজে রান্না করে সন্তানদের নিয়ে খেয়ে দুপুরে রাস্তায় রুটি-পাউরুটি অথবা বিস্কুটের নাস্তা। রাতে বাড়ি ফিরে আবারও নিজের রান্না আর সন্তানদের নিয়ে খাওয়া। আবারও পরদিন এ গ্রাম থেকে ও গ্রাম ঘুরে লাউ, মিষ্টি লাউ আর চাল কুমড়ো পাইকারী কিনতে বেড়িয়ে যান। কেনা শেষ হলে শুরু করেন বিক্রি। এভাবে বছরের প্রতিটি দিন-রাত কাটে সেকান্দরের। অর্থাভাব আর সন্তানদের লালন-পালন নিয়ে শঙ্কায় পরবর্তী সময়ে বিয়েও করা হয়নি তার। এমন কষ্টের মাঝেই সন্তানদের বুকে আগলে রেখে প্রায় চার বছর ধরে বয়ে চলেছেন জীবন নামের কঠিন সংসার। এমন ভাগ্যহত সেকান্দরের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের খলাভাঙ্গা গ্রামে।
সম্প্রতি তার এ অসহায়ত্বের বিষয়টি তোলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছে। মানবিক গুণাবলী সমৃদ্ধ সরকারের এ কর্মকর্তা বিষয়টি শোনে জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেন সেকান্দরকে চার্জার ভ্যান কিনে দিতে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চার্জার ভ্যানটি বুঝিয়ে দেন সেকান্দরের হাতে। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্যান পেয়ে আবেগ-আপ্লুত সেকান্দর জানান, স্ত্রী মারা যাওয়ার পর থেকে এতিম তিন সন্তান নিয়ে প্যাডেল চালিত ভ্যানই আমার সংসার। সকাল থেকে রাত আটটা-নয়টা অবদি ভ্যানেই কাটে তিন সন্তানসহ আমার সংসার। ঝড়-বৃষ্টি আর রোদ উপেক্ষা করে দিনের পর দিন ভাঙা ভ্যানটি পায়ে প্যাডেল দিতে গিয়ে হাঁপিয়ে পড়ছিলাম। নতুন একটি প্যাডেল ভ্যান কেনার সামর্থও আমার হয়ে উঠছিল না। চার্জার ভ্যান পেয়ে আমার কষ্টের কিছুটা হলেও লাঘব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com