মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় এর আয়োজনে শেরপুর জেলার ৫ উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) শহীদ দারোগ আলী পার্কে দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনালে ঝিনাইগাতী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নালিতাবাড়ী উপজেলা।
খেলা শেষে নালিতাবাড়ী উপজেলা একাদশের হাতে বিজয়ের ট্রফি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামসহ আরো অনেকে।