নালিতাবাড়ী (শেরপুর) : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলা এবং চট্টগ্রামের বাঁশখালিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা সংসদ নালিতাবাড়ী কমান্ডের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।