শ্রীবরদী (শেরপুর) : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর ওপর হামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববনন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বর্বরোচিত ওই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক নিলুফা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স প্রমুখ।