মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে শনিবার দুপুরে বজ্রপাতে আবু বাক্কার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পাশ্ববর্তী ফুলপুর উপজেলার চর কাজিয়াকান্দা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত যুবক হালুয়াঘাট পৌর এলাকার দক্ষিণ মনিকুড়া গ্রামে নানা ইমারত হোসেনের বাড়ি বেড়াতে এসেছিল আবু বাক্কার। শনিবার বেলা দেড়টার দিকে স্থানীয় সেন্টএন্ড্রজ উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে তাকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।