শেরপুর : বরাবরের মত এবারও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)।’
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শেরপুরের খরমপুর মোড় সংলগ্ন ডপসের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৫ জন শিক্ষার্থীর হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।
এসময় ডপস এর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা এবং পড়াশোনার বিষয়ে পরামর্শ প্রদানের পাশাপাশি শিক্ষামূলক অন্যান্য পরামর্শ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও কবি লালচান হাসান লাভলু, সমাজ সেবা কর্মকতা হাসান শরাফত, ডপস এর প্রশাসনিক কর্মকর্তাসার্জেন্ট (অবঃ) মোহাম্মদ শহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডপস পরিবারের সদস্য রাসেল মাহমুদ, আহমেদ হোসেন জনি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডপস সদস্য ওয়াসিম আক্রাম।