শেরপুর : শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে ভাতিজার আঘাতে বৃদ্ধা চাচির মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চক আন্ধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা লেবুজা বেগম (৭০) ওই গ্রামের গুল মামুদের স্ত্রী।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে গুল মামুদ ও নূর ইসলাম এ দুই সহোদরের পরিবারের মাঝে ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে গুল মামুদের স্ত্রী লেবুজা বেগমকে ভাতিজা ও নূর ইসলামের ছেলে সুজন মিয়া ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে প্রাণ হারান লেবুজা। বিকেলে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রুবেল (২৬) নামে একজনকে আটক করেছে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।