নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও ভোটারদের কাছে ভোট এবং দোয়া প্রার্থনা করে গণসংযোগ অব্যাহত রেখেছেন উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম।
এরই ধারাবাহিকতায় রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি তার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের নালিতাবাড়ী (আড়াইআনী) বাজার প্রদক্ষিণ করেন। এসময় হাজী জাহাঙ্গীর আলম আড়াইআনী বাজারের বিভিন্ন গলি ঘুরে দুইপাশে থাকা ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করে ভোট এবং দোয়া প্রার্থনা করেন।
জাহাঙ্গীরের শুভাকাঙ্খীসহ দলের অনেকে মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি হতে গেলে জাহাঙ্গীরের বিকল্প নেই। এসময় তারা আসন্ন নির্বাচনে সবদিক মিলিয়ে ভোটযুদ্ধে প্রতিপক্ষের মোকাবেলায় জাহাঙ্গীরকে দলীয় মনোনয়ন দিতে আহবান জানান।