শেরপুর : শেরপুরে পুকুরের পানিতে ডুবে আবু রায়হান নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ফটিয়ামারি গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বেলা দেড়টার দিকে ফটিয়ামারি গ্রামের রিপন মিয়া ওরফে মেজর এর শিশুপুত্র আবু রায়হান খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।