মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে আরিয়ান নাফিজ নামে আড়াই মাস বয়সী এক শিশুর মরদেহ উত্তোলন করেছে পুলিশ।
আদালতের নির্দেশে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশ উপজেলার চাপাঝোড়া গ্রাম থেকে মরদেহটি উত্তোলন করে। পরে মরদেহটি শেরপুর মর্গে পাঠানো হয়। আরিয়ান নাফিজ চাপাঝোড়া গ্রামের বিল্লাল হোসেন পুত্র।
পুলিশ জানায়, উপজেলার চাপাঝোড়া গ্রামের বিল্লাল হোসেনের সাথে নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও গ্রামের খাদিজার বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। ইতিমধ্যেই তাদের ঘরে একটি সন্তান আসে। একপর্যায়ে স্ত্রী খাদিজা স্বামী বিল্লালের বিরুদ্ধে যৌতুকের মামলা করে এবং ১৫ দিনের শিশু সন্তান রেখে পিতার বাড়ি চলে যায়। একমাস মাস ৭ দিন বয়সে (গত ২১ ফেব্রুয়ারি) শিশু নাফিজা মারা যায়।
এদিকে নাফিজার মৃত্যুর পর মা খাদিজা স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। ওই নির্দেশে রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের উপস্থিতিতে কবর থেকে নাফিজের মরদেহ উত্তোলন করে ঝিনাইগাতী থানা পুলিশ। এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পারিবারিক কলহ মিমাংসার পর বর্তমানে খাদিজা বেগম স্বামী বিল্লালের সাথে ঘর-সংসার করছেন।