এন.এ জাকির, বান্দরবান : বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ফার্মেসির মালিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর)) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃত্বে বান্দরবান বাজারে বিভিন্ন ফার্মাসিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ বিদেশী ওষুধ বিক্রয়, ওষুধের প্যাকেটে বাজার মূল্য কাটাকাটি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং পেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের কারনে পপুলার ফার্মেসিকে ২ হাজার টাকা, আরোগ্য ফার্মেসিকে ১ হাজার টাকা, অনুকূল ফার্মেসিকে ১ হাজার টাকা, পাহাড়িকা ফার্মেসিকে ২ হাজার টাকা ও দেশ ফার্মেসিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় বিভিন্ন ফার্মেসীতে রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট না থাকায় তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়াংকা দাশ গুপ্তা। অভিযান শেষে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, ফার্মিসিতে দোকানী পেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করার সময় হাতেনাতে ধরেছি। তাদেরকে জমিমানা করেছি। অনেক ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি। সেগুলো আমরা জব্দ করে নষ্ট করে দিয়েছি। এছাড়াও যেসব ফার্মেসীতে রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট ছিল না তাদের প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।