কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে চোলাই মদ ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
রবিবার দিবাগত গভীর রাতে মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আল-আমিন (৪৫) কে চোলাই মদ ও আরেকটি পৃথক অভিযানে মহিপুর থানার এস আই সাইদুল ইসলাম ও এসআই বেলাল হোসেনের নেতৃত্বে আলিপুর থ্রি পয়েন্ট থেকে রবিন কর্মকারকে গাঁজা ও কুয়াকাটা পৌরসভা থেকে হাসান খলিফাকে চোলাই মদসহ আটক করা হয়।
সূত্র জানায়, গ্রেফতারকৃত আল-আমিন পূর্ব ডালবুগঞ্জ গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের পুত্র, রবিন কর্মকার বরিশাল রূপাতলীর পরিমল কর্মকারের ছেলে, হাসান খলিফা কুয়াকাটা পৌরসভার শরীফপুর গ্রামের মাসুদ খলিফার ছেলে।
– রাসেল কবির মুরাদ