মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুর জেলা যুব লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের সাথে সৌজন্য সাক্ষাত করে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ অন্যরা উপস্থিত ছিলেন।