1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু মাল্টার নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হন তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যা শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’ এক ট্রলারেই এলো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৮ জন কারাগারে ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসককে বেধড়ক মারধর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে দায়িত্বরত অবস্থায় দেলোয়ার হোসেন নামে এক চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে দশটার দিকে সাকিল নামে এক অসুস্থ যুবকের মৃত্যুর ঘটনায় এ মারধরের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাঘবেড় ইউনিয়নের জাঙ্ঘালিয়াকান্দা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে সাকিল (৩৬) অসুস্থ হয়ে পড়লে তার স্বজনেরা হাসপাতালে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রউফকে বাড়ি নিয়ে যান। বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীকে হাসপাতালে আনার পরামর্শ দেন চিকিৎসক রউফ। পরে অসুস্থ সাকিলকে হাসপাতালে আনার পথে মারা যায়। এতে মৃত সাকিলের লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালের জরুরী বিভাগে প্রবেশ করে এবং দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দেলোয়ার হোসেনের উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসক দেলোয়ারকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাতেই হামলাকারী আসলাম হোসাইন, আমিনুল ইসলাম আরিফ, রোমান, রায়হান, অনিক, আইয়ুব, আবির, নয়ন মিয়া, আসাদ ও জাকির হোসেনসহ অজ্ঞনামাদের আসামী করে অভিযোগ দাখিল করা হয়।
এদিকে হাসপাতালে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের স্টাফ ও সূধী মহল। এর আগেও অপর এক মেডিক্যাল এসিস্ট্যান্ট এর উপর একইভাবে হামলা চালিয়েছিল শহরের কতিপয় যুবক। অতীতের ঘটনায় স্থানীয়দের তদ্বিরে কোন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দিন দিন এমন ঘটনা বেড়েই চলেছে বলেও জানান তারা। এমতাবস্থায় হাসপাতালে কর্মরত চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com