নালিতাবাড়ী (শেরপুর) : পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছে হাবিবুর রহমান (৩৬) নামে এক ব্যক্তি। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নস্থ ডালুকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রামের বাসিন্দা হাবিবুর রহমান সোমবার বিকেলে প্রথম স্ত্রীর সাথে ঝগড়া করে নালিতাবাড়ীর ডালুকোনায় থাকা দ্বিতীয় স্ত্রীর বাড়ি চলে আসে। পরে সবার অগোচরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন হাবিবকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।