1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

হাইতির রাজধানী দখলে নিয়েছে বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্স দখলে নিয়েছে প্রতিবাদী পুলিশ ও তাদের সমর্থকরা। খবর এএফপির।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শ’খানের প্রতিবাদী পুলিশ ও তাদের সমর্থকরা ফাঁকা গুলি ছুড়ে, গাড়ীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাস্তায় আগুন বিক্ষোভ শুরু করেছে। তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নিজেদের পরিচয় লুকানোর জন্য সকলেই মুখে কাপড় ও সানগ্লাস পরে আছে। পুলিশ সদস্যরা তাদের মোটর সাইকেল ও গাড়ী নিয়ে শহরের মধ্যে টহল দিচ্ছে। ফাঁকা গুলি ছুড়ছে।

মূলত বেতন বৃদ্ধি ও সহকর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করছে তারা। মে মাসে খুন, অগ্নিসংযোগ ও জনগনের সম্পদ নষ্ট করার অপরাধে মাদক স্কোয়াডের পুলিশদের আটক কর হয়। সেই থেকে এখনো তারা বন্দি অবস্থায় আছেন।

বিক্ষোভের কারণে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে। মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরজ করছে। পুলিশ বাহিনীর এক সদস্য বলেছেন, ‘আমর ভালো জীবনযাপনের সুযোগ চাই। ভালো থাকতে চাই।’

১ কোটি ১০ লাখ জনগনের নিরাপত্তার জন্য হাইতিতে ১৬ হাজার পুলিশ রয়েছে। ১৯৯৪ সালে হাইতির পুলিশ বাহিনী গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com