নালিতাবাড়ী (শেরপুর) : মুক্তিযুদ্ধের দুঃসহ স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লী পরিদর্শন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি সোহাগপুর বিধবাপল্লী পরিদর্শন করেন। এসময় তিনি সোহাগপুরের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিধবাদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।
ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম জানান, নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধের স্মৃতিবিজরিত স্থানগুলো তিনি ঘুরে দেখবেন।