নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ হোটেল-রেঁস্তোরা আইন অনুযায়ী খাদ্যমান এবং লাইসেন্স না থাকায় নালিতাবাড়ী শহরের হোটেল তৃপ্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম এ আদালত পরিচালনা করেন।
এছাড়াও ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধ রয়েছে এমন খবরে মঙ্গলবার হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বাজার মনিটরিং করেন তিনি। মনিটরিংকালে পেঁয়াজের আড়ৎসমূহ ঘুরে দেখে তিনি বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম জানিয়েছেন, খাদ্যমান নিয়ন্ত্রণে রাখতে এবং বিধিমোতাবেক লাইসেন্স বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।