আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ করে বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু কঠোর লকডাউন ও বিধিনিষেধের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।
করোনায় শুরু থেকে কঠোর লকডাউন জারি করে নিউজিল্যান্ড সরকার। সবগুলো সীমান্তও বন্ধ করে দেয় তারা। তাতে ভাইরাসে অন্য দেশগুলোর মতো ক্ষয়ক্ষতির মুখে না পড়লেও এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২.২ শতাংশ সংকুচিত হয়েছে।
সম্প্রতি করোনামুক্ত হওয়ার পর আবারও ভাইরাসের সংক্রমণ হয়। তাও ঠেকাতে সফল হয়েছে নিউজিল্যান্ড। এবার অর্থনীতি স্থবিরতা কাটানোর পালা।