রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার জামতলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নাজির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি শার্শা উপজেলার বাগআঁচড়ার বসতপুর (ছোট কলনী) গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ১৮ই সেপ্টেম্বর শুক্রবার সদ্ধ্যা সাড়ে ৭টার সময় নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা নামক স্থানে বাইসাইকেল যোগে পৌছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী পিকআপের ধাককায় সাইকেল আরোহি নাজির হোসেন আহত হন। স্থানীয়রা আহতব্যক্তিকে দ্রুত উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়াহলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।